গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাথমিক স্বাস্থ্য ও রোগ পরিচর্যা বিভাগের আওতাধীন
অনুষ্ঠিতব্য আর.এম.পি (রোরাল মেডিক্যাল প্রাকটিশনার) ড্রাগ এক্ট- ১৯৮২ইং অনুযায়ী বিগত ২৮.০৭.২০২৩ইং
অনুষ্ঠিতব্য চূড়ান্ত পরীক্ষার ফলাফল অদ্য ১৯.০৯.২০২৩ইং তারিখে বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতির
চেয়ারম্যান জনাব নুরুল আমিন এর অনুমোদনক্রমে প্রকাশ করা হইল। উক্ত ফলাফল প্রকাশের সময় কেন্দ্রীয় সহসভাপতি ডা. শাহাদাৎ হোসেন, চাঁদপুর জেলা সভাপতি ডা. মোতাহের হোসেন সহ অন্যান্য বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন। কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আমিনুল হক উক্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করেন এবং সুন্দর
ফলাফলের জন্য সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। আর.এম.পি ২০তম ব্যাচে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩২০ জন।
প্রথম, দ্বিতীয় ও ত
ৃ
তীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে: ১ম স্থান: মোঃ আলী হোসেন, রেজি: নং- ৬৫৩৮৭৮, ২য়
স্থান: মানছুরা খাতুন, রেজি: নং- ৬৫৩৮৬৭, ৩য় স্থান: মাহিয়া জান্নাত, রেজি: নং- ৬৫৩৮৬৬। উক্ত কৃতি ছাত্র/ছাত্রী
বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিক্যাল ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড, জিন্দাবাজার, সিলেট সেন্টার এর পরীক্ষার্থী।
মাননীয় জেলা প্রশাসক মহোদয় এবং শ্রীহট্ট সংস্কৃ
ত কলেজ এর অধ্যক্ষ এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ
সকলকে ভাল ফলাফলের জন্য অভিনন্দন জানিয়েছেন। নিম্নে কেন্দ্র সমূহ, রেজি: নং ও গ্রেডিং দেওয়া হল:
১। পরীক্ষা কেন্দ্রের নাম: বাংলাদেশ ইনস্টিটিউট অব মেডিক্যাল ডায়াগনস্টিক আল্ট্রাসাউন্ড, জিন্দাবাজার, সিলেট।
এ গ্রেড: ৬৫৩৮৫২, ৬৫৩৮৫৩, ৬৫৩৮৫৪, ৬৫৩৮৫৫, ৬৫৩৮৫৬, ৬৫৩৮৫৭, ৬৫৩৮৫৮, ৬৫৩৮৫৯, ৬৫৩৮৬০,
৬৫৩৮৬১, ৬৫৩৮৬২, ৬৫৩৮৬৩, ৬৫৩৮৬৪, ৬৫৩৮৬৫, ৬৫৩৮৬৬, ৬৫৩৮৬৭, ৬৫৩৮৬৮, ৬৫৩৮৬৯,
৬৫৩৮৭০, ৬৫৩৮৭১, ৬৫৩৮৭২, ৬৫৩৮৭৩, ৬৫৩৮৭৪, ৬৫৩৮৭৫, ৬৫৩৮৭৬, ৬৫৩৮৭৭, ৬৫৩৮৭৮,
৬৫৩৮৭৯, ৬৫৩৮৮০, ৬৫৩৮৮১, ৬৫৩৮৮২, ৬৫৩৮৮২ = ৩১ জন।
বি গ্রেড: নাই।
অনুত্তীর্ণ নাই।
২। কেন্দ্রের নাম: শ্রীহট্ট সংস্কৃ
ত কলেজ, মিরের ময়দান, সিলেট।
এ গ্রেড: ৬৫৩৮৮৩, ৬৫৩৮৮৪, ৬৫৩৮৮৫, ৬৫৩৮৮৬, ৬৫৩৮৮৭, ৬৫৩৮৮৮, ৬৫৩৮৮৯, ৬৫৩৮৯০,
৬৫৩৮৯১, ৬৫৩৮৯২, ৬৫৩৮৯৪, ৬৫৩৮৯৬, ৬৫৩৮৯৭, ৬৫৩৮৯৯, ৬৫৩৯০১, ৬৫৩৯০২, ৬৫৩৯০৩,
৬৫৩৯০৮, ৬৫৩৯১০, ৬৫৩৯১২, ৬৫৩৯১২ = ২০ জন।
বি গ্রেড: ৬৫৩৮৯৩, ৬৫৩৮৯৫, ৬৫৩৮৯৮, ৬৫৩৯০৪, ৬৫৩৯০৫, ৬৫৩৯০৬, ৬৫৩৯০৭, ৬৫৩৯০৯ = ০৮ জন।
অনুত্তীর্ণ = ৮ জন।
ডা. মো. আমিনুল হক
কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক
বাংলাদেশ পল্লী চিকিৎসক কল্যাণ সমিতি
মোবাইল: ০১৭২১-৭৭৩৬৪৪